টেক এক্সপ্রেস ডেস্ক: বুদ্ধিবৃত্তিক অনেক রকম কাজ করতে পারলেও কম্পিউটারের কোনো মানবিক গুণাবলি নেই। এজন্য…
অবকাঠামোতেও পরিবর্তন নিয়ে আসছে নতুন উইন্ডোজ
নিজস্ব প্রতিবেদক:
‘পরবর্তী প্রজন্মের উইন্ডোজ’ এর ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে মাইক্রোসফট। চলতি মাসের দ্বিতীয়ার্ধে ঘোষণাটি আসবে বলে জানিয়েছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, উইন্ডোজের লোগোতেও পরিবর্তন আসতে পারে।
এর সপ্তাহখানেক আগেই অবশ্য উইন্ডোজের নতুন সংস্করণের ইঙ্গিত দিয়েছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা। উইন্ডোজের ইউজার ইন্টারফেসে বেশকিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। নতুন সংস্করণটির সাংকেতিক নাম ‘সান ভ্যালি’।
অবশ্য নতুন আইকন, ফাইল এক্সপ্লোরারের উন্নয়নসহ বেশকিছু পরিবর্তন এরই মধ্যে উইন্ডোজ ১০-এ এসেছে। এবার উইন্ডোজের মূল অবকাঠামোতেও পরিবর্তন আনছে মাইক্রোসফট।
সফটওয়্যার নির্মাতাদের জন্যও কাজ করার কথা বলেন নাদেলা। তবে সে আশা পূরণ হবে কি না, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ২৪ জুন পর্যন্ত।
এরই মধ্যে সংবাদমাধ্যমগুলোকে সে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো শুরু করেছে। সেখানে মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এবং প্রধান পণ্য কর্মকর্তা প্যানোস প্যানে নতুন ঘোষণা দেবেন। অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সূত্র: দ্য ভার্জ
This Post Has 0 Comments