ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
অল্পের জন্য বাঁচল পৃথিবী!
অল্পের জন্য ধ্বংসের হাত থেকে বেঁচে গেল পৃথিবী। গতকাল পৃথিবীর আকাশে ধরা পড়েছে ‘অজনা আলোর শিখা’। শ্রীলঙ্কার তীরবর্তী আকাশে WT11906 নামে মহাজাগতিক খণ্ড ধেয়ে আসতে দেখা যায়। তবে বাতাসের সংঘর্ষে ধ্বংস হয়ে যায় খণ্ডটি। এই সংঘর্ষে শ্রীলঙ্কার উপকূলের ৬২ মাইল পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।
পৃথিবী ধ্বংসের খবর প্রকাশ করে একটি ব্রিটিশ ওয়েবসাইট দাবি করেছে, ভারত মহাসাগরের উপর আছড়ে পড়তে পারে একাধিক জ্যোতিষ্ক। এর অাগে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি WT11906 নামে মহাজগতিক খণ্ড দেখা যায়। তখন বিজ্ঞানীরা মনে করছেন এই খণ্ডটি ২০০৯ থেকে পৃথিবীর চারিদিকে ঘুরছে। বিজ্ঞানীরা এটাকে মহাজগতের আবর্জনা বলে ধরে নিয়েছিলেন।
This Post Has 0 Comments