নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
এবার আইফোন ১২ সিরিজের পাশাপাশি আইপ্যাডেরও দেখা মিলবে অ্যাপলের ইভেন্টে। শোনা যাচ্ছে, এ বছর অষ্টম প্রজন্মের আইপ্যাড নিয়ে হাজির হবে অ্যাপল। তবে তার আগেই এর ফিচার সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে।

৯১ মোবাইলস নামের একটি ওয়েবসাইটের দেয়া তথ্যমতে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে এতে থাকবে ফেস আইডি ফিচার। বেজেল কমাতে হোম বাটন থাকবে উপরের অংশে। আইপ্যাডটির আকার হবে ১০.৮ ইঞ্চি। বর্তমান সংস্করণটির ডিসপ্লের আকার ১০.২ ইঞ্চি।

এতে থাকবে ডুয়েল স্পিকারস ও ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। থাকতে পারে অ্যাপলের ম্যাজিক কিবোর্ডের সাপোর্টও। ক্যামেরা থাকবে একাধিক। নতুন আইফোন ১২ সিরিজ ও অষ্টম প্রজন্মের আইপ্যাডের উন্মোচন হতে পারে আগামী ১২ অক্টোবর। নতুন আইফোন ১২ বাজারে আসতে পারে দুটি সংস্করণে। ফোনগুলোর সব কিংবা নির্দিষ্ট কিছু মডেলে থাকতে পারে ফাইভজি সুবিধা। ডিভাইসগুলোর সরবরাহ শুরু হবে অক্টোবরের শেষে।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *