ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
কুড়িগ্রামে পর্নগ্রাফি প্রচারে জড়িত থাকায় আটক ৫
কুড়িগ্রাম প্রতিনিধি
পর্নোগ্রাফি ভিডিও প্রচারে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে পর্নো ভিডিও সংরক্ষণের কাজে ব্যবহৃত কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো- যাত্রাপুর ইউনিয়নের গারুহারা গ্রামের আপেল রানা, দক্ষিণ সিতাইঝার এলাকার শফিকুল ইসলাম, দোয়ালী পাড়া গ্রামের আশিকুর রহমান, একই গ্রামের আল-আমিন এবং ভগবতীপুর গ্রামের নজরুল ইসলাম।
তারা সবাই যাত্রাপুর বাজারে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে ছবি, গান ও ভিডিও আপলোড-ডাউনলোডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফি ভিডিও প্রচার ও বিতরণের প্রবণতা কমাতে এসব কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে।