তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
গেমিং ফোন এনেছে ইনফিনিক্স
নিউজ ডেস্ক:
নতুন গেমিং স্মার্টফোন হট ১০ এস বাজারে নিয়ে এসেছে ইনিফিনিক্স। দুরন্ত গতির জন্য স্মার্টফোনটিতে একটি শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ গেমিং প্রসেসর, ৯০ হার্টজের হার্জের আলট্রা স্মুথ ডিসপ্লে, সুপার নাইটস্কেপ ইমেজিংয়ের সাথে একটি ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা এবং ৬০০০ এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে।
মোবাইল গেমিংয়ের স্মুথ ও অদম্য অভিজ্ঞতা দিতে নতুন হট ১০ এস স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ এবং ৬.৮২ ইঞ্চির এইচডি+ আল্ট্রা-স্মুথ ডিসপ্লে সাথে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম রয়েছে।
ফোনটির মিডিয়াটেক হেলিও জি৮৫ শুধুমাত্র দ্রুত এবং নির্ভুল টাচ সুবিধাই দিবে না, সাথে নির্ঝঞ্ঝাট গেমিংয়ের জন্য ইলেক্ট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) সুবিধাও থাকছে। এছাড়া এর ৯০ হার্টজের রিফ্রেস রেট টেকনোলজি কারণে সচেতন ব্যবহারকারীদের জন্য এক চমৎকার স্মার্টফোন হলো ইনফিনিক্স হট ১০ এস।
এত সব দারুণ ফিচার সন্নিবেশিত ইনফিনিক্স হট ১০ এস বাংলাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ১২,৯৯০ টাকায়। যা এ ফোনটিকে ১৫ হাজার টাকা দামের মধ্যে সেরা গেমিং ফোন এর স্বীকৃতি এনে দিবে।
This Post Has 0 Comments