ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
গোপনে টিকটক চালান জাকারবার্গ!
নিউজ ডেস্ক:
চীনা ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে পাওয়া গেছে ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গের ‘গোপন’ অ্যাকাউন্ট। ধারণা করা হচ্ছে, অ্যাপ হিসেবে টিকটক মডেলটি পর্যালোচনা করতেই খোলা হয়েছে অ্যাকাউন্টটি।
জনপ্রিয়তার কারণে সাম্প্রতিক সময়ে ফেইসবুকের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে টিকটক। প্রতিষ্ঠানটি কিনতে আলোচনাও করেছে ফেইসবুক– খবর আইএএনএস-এর।
টিকটকে জাকারবার্গের অ্যাকাউন্টটি এখনও ভেরিফাইড নয়। অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে @finkd। জাকারবার্গের টুইটার অ্যাকাউন্টেও একই নাম রাখা হয়েছে।
ফেইসবুক প্রধানের টিকটক অ্যাকাউন্টে অনুসারির সংখ্যা ৪০৫৫। অ্যাকাউন্ট থেকে এখনও কোনো পোস্ট দেওয়া হয়নি।
জাকারবার্গের অ্যাকাউন্ট থেকে এখন পর্যন্ত আরিয়ানা গ্রান্ডে এবং সেলেনা গোমেজের মতো সেলিব্রেটিদেরকে অনুসরণ করা হচ্ছে। তবে লরেন গ্রে এবং জ্যাকব সারটোরিসের মতো সেলিব্রেটিদের জনপ্রিয়তাই বেশি টিকটকে।
২০১৬ সালে মিউজিকাল ডটলি সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স ঝুকে ফেইসবুকের মেনলো পার্ক প্রধান কার্যালয়ে আমন্ত্রণ করেন জাকারবার্গ। তবে আলোচনা সফল হয়নি। ২০১৭ সালে ৮০ কোটি মার্কিন ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় চীনা প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স।
টিকটকের জনপ্রিয়তার সঙ্গে টেক্কা দিতে ‘রিলস’ নামে নতুন ভিডিও-মিউজিক রিমিক্স সেবা চালু করেছে ফেইসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম।
রিলস ফিচারের মাধ্যমে ১৫ সেকেন্ডের ভিডিও ক্লিপ বানিয়ে তা স্টোরিজে শেয়ার করতে পারেন গ্রাহক। টিকটকের মতোই ভিডিওর সঙ্গে মিউজিক বা গান জুড়ে দিতে পারবেন গ্রাহক।
সম্প্রতি জাকারবার্গ বলেন, ভারতে ইনস্টাগ্রামকেও ছাড়িয়ে গেছে টিকটক। তিনি এমনটাও বলেছেন যে টিকটক অনেকটাই ইনস্টাগ্রামের এক্সপ্লোর ফিচারের মতো কাজ করে। প্ল্যাটফর্মটির সঙ্গে প্রতিযোগিতা করতে আগের বছর নভেম্বরে গোপনে ল্যাসো নামে একটি অ্যাপও উন্মোচন করেছে ফেইসবুক।