ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ডিসেম্বরে বাজারে আসছে ওয়ালটনের র্যাম
নিউজ ডেস্ক:
দেশে কম্পিউটার কারখানা চালু করে ২০১৮ সাল হতেই দুই স্তরের মাদারবোর্ড বানাচ্ছিল ওয়ালটন। এর কয়েক মাস পরে যোগ হয় মাল্টি লেয়ার মাদারবোর্ড।
এবার র্যান্ডম অ্যাকসেস মেমোরি বা র্যাম বানাতে শুরু করেছে দেশীয় এই কোম্পানিটি।উৎপাদিত র্যাম নিজেদের প্রযুক্তিপণ্যে ব্যবহার করা ছাড়াও অন্যান্য প্রযুক্তিপণ্য উৎপাদক কোম্পানির কাছে বিক্রি করবে ওয়ালটন। ভবিষ্যতে এই যন্ত্রাংশ রপ্তানিও করবে তারা।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী টেকশহরডটকমকে জানান, দেশে প্রথম র্যাম তৈরি করছে ওয়ালটন। উৎপাদিত র্যাম ডিসেম্বর মাসেই তাদের তৈরি কম্পিউটারের সঙ্গে প্রথমে বাজারজাত হবে।
দেশে যারা প্রযুক্তিপণ্য উৎপাদন করছেন এটি তাদের জন্য নতুন আশার খবর উল্লেখ করে তিনি বলেন, মেইড ইন বাংলাদেশ মিশনে এখানে অন্যরাও এগিয়ে আসার পথ দেখবে। ২০১৭ সালের অক্টোবরে দেশে প্রথম মোবাইল হ্যান্ডসেট সংযোজন কারখানার যাত্রা শুরু করে ওয়ালটন। ২০১৮ সালের জানুয়ারিতে দেশে প্রথম কম্পিউটার কারখানাও চালু করে দেশীয় এই কোম্পানিটি।