ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
বলয়গ্রাস সূর্যগ্রহণ আগামীকাল
নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আকাশ মেঘাচ্ছন্ন না থাকলে বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এই সুর্যগ্রহণটি সর্বশেষ ১৮৪৭ সালে হয়েছিল।
গতকাল মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই আংশিক সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে ক্যাম্পের আয়োজন করেছে আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা থাকবে।
পাশাপাশি থাকবে সূর্যগ্রহণ বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আরব সাগরের ওমানের রাস মাদ্রাকাহের দক্ষিণ-পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় গ্রহণ শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বাহরাইনের উরায়ারাহের পশ্চিম দিকে বাংলাদেশ সময় সকাল নয়টা ৩৬ মিনিট ৬ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ফিলিপিন্স সাগরে ওয়েক দ্বীপের পশ্চিম দিকেবেলা ১২ টা ৫৯ মিনিট ২৪ সেকেন্ডে।
সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে মালাক্কা প্রণালীতে রুপাথ দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশ সময় ১১টা ১৭ মিনিট ৪২ সেকেন্ডে। গ্রহণ শেষ ফিলিপিন্সের গুয়াম দ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে বেলা দুইটা পাঁচ মিনিট ৩৬ সেকেন্ডে।