ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
এইচপির প্রোবুক ল্যাপটপ বাজারে
নিউজবিডি ডেস্ক: বাজারে এসেছে ফুল এইচডি ডিসপ্লের ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ নতুন ৪টি মডেলের এইচপি ল্যাপটপ। এরমধ্যে রয়েছে কোরআই-ফাইভের ২টি এবং কোরআই-সেভেনের ২টি মডেল।
ইন্টেল অষ্টম জেনারেশন ৮২৬৫ইউ মডেলের প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ২৪০০ বাস স্পিডের ৪ জিবি ডিডিআর ৪ র্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ব্লুটুথ, ওয়াইফাই ও ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। একই কনফিগারেশনের প্রোবুক ৪৪০ জি৬ এবং ৪৫০ জি৬ মডেলের ফুল এইচডি ডিসপ্লে সাইজ যথাক্রমে ১৪.১ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চি। যেকোনও সাইজের ল্যাপটপটির দাম ৫৯ হাজার ৭০০ টাকা।
এইচপি প্রোবুক ৪৫০ জি৬ -এর দাম ৬৬ হাজার ৭০০, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোরআই-সেভেনের দাম ৮১ হাজার, এইচপি প্রোবুক ৪৫০ জি৬ কোরআই সেভেন এসএসডি ভার্সনের ল্যাপটপের দাম ৮৮ হাজার টাকা। বিস্তারিত জানা যাবে ০১৭০৮৪৮৮৭৪১ এই নম্বরে ফোন করে।
This Post Has 0 Comments