ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
মালিক-ভাড়াটিয়ার তথ্য নিবন্ধনে ডিএমপির অ্যাপ ‘সিআইএমএস’
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
রাজধানীতে বাড়ির মালিক, ভাড়াটিয়া এবং মেসের সদস্যদের তথ্য নিবন্ধনের জন্য মোবাইল অ্যাপ এনেছে ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)।
‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘সিআইএমএস’ নামের অ্যাপটি সোমবার প্লে স্টোরে উন্মোচন করা হয়েছে। ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন ঢাকার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
অ্যাপ উদ্বোধন করে তিনি জানান, সেটি ডাউনলোড করে যেকেউ সেখানে তথ্য যোগ করতে পারবেন। তবে তাদের যে তথ্য নিবন্ধন কার্যক্রম সেটা ম্যানুয়ালিও অব্যাহত থাকবে।
এর আগে একই নামে রাজধানীতে বসবাস করা নাগরিকদের তথ্য সংগ্রহে ২০১৬ সালের সেপ্টেম্বরে তথ্য ভাণ্ডার উদ্বোধন করেছিলেন আছাদুজ্জামান মিয়া।সিআইএমএস অ্যাপটি এখন শুধুমাত্র গুগলের প্লে স্টোরেই পাওয়া যাবে।
এর আইওএস সংস্করণ অল্প সময়ের মধ্যেই আনা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। অ্যাপটিতে তথ্য নিবন্ধনের জন্য একটি মোবাইল নম্বর দিলে ভেরিফিকেশন কোড যাবে। এরপর সেটি দিযে লগইন করতে পারবেন নাগরিকরা।
এরপর যথাযথ নিয়ম অনুসরণ করে বিস্তারিত তথ্য দিয়ে মালিক-ভাড়াটিয়া এবং মেস সদস্যরা সেখানে নিবন্ধন করতে পারবেন। এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা।