ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সার্চ রেজাল্টের নকশা পরিবর্তন করছে গুগল
নিউজবিডি ডেস্ক:
মোবাইল ডিভাইসে সার্চ রেজাল্ট দেখানোর নকশা পরিবর্তন করছে গুগল। এতে প্রতিটি লিংকের সোর্সগুলো আরও হাইলাইট করা হবে। শীঘ্রই মোবাইল সার্চিংয়ে ওয়েবসাইটের আইকন এবং নির্দিষ্ট পেইজের নাম দেখানো হবে। এযাবৎ প্রতিটি লিংকে ছোট অক্ষরে ওয়েবসাইটের নাম দেখাতো গুগল।
কয়েকদিনের মধ্যে নকশায় এই পরিবর্তন উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন গুগলের এক মুখপাত্র। আর এটি আগে মোবাইল ডিভাইসে আনা হবে। ওয়েব সর্চ এবং গুগল অ্যাপ উভয় প্ল্যাটফর্মেই এই পরিবর্তন দেখা যাবে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
আপডেটেড নকশায় এটি অনেকটা নিউজ ফিডের মতো দেখাবে, যাতে অনেক প্রকাশকের কাছ থেকে নির্দিষ্ট বিষয়ের ওপর পোস্ট দেখানো হবে। বিভিন্ন সোর্স থেকে ভুয়া খবর বাড়তে থাকায় সোর্সের তথ্যে জোর দেওয়ার বিষয়টিকে ভালোভাবেই গুরুত্ব দিচ্ছে গুগল।
গুগলের দাবি, নকশা পরিবর্তন করায় সার্চ রেজাল্টের পাতা আরও সমৃদ্ধ হবে। আরও বেশি ছবি এবং হাইলাইটেড তথ্য দেখানো হবে। নতুন নকশা “আমাদেরকে আরও বেশি বাটন এবং সহায়ক প্রিভিউ যোগ করতে দেবে।”