ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সিলেটে ‘অন টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসের’ উদ্বোধন
সিলেট প্রতিনিধি:
অনলাইনের মাধ্যমে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়ার লক্ষে সিলেটের আম্বরখানায় উদ্বোধন করা হয়েছে OnTime BD Delivery & Service (অন টাইম বিডি ডেলিভারি & সার্ভিস) নামের একটি প্রতিষ্ঠানের।
শনিবার (২১ সেপ্টেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মফিজ কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী এড. আব্দুল ওয়াসেহ চৌধুরী জুবের।
বিশেষ অতিথি ছিলেন- সিলেট জজ কোর্টের এড. ফজলে রাব্বি, এড. সুহেল আহমদ রিপন, সৈয়দ রুমেল আহমেদ (মিউচিয়্যাল ট্রাস্ট ব্যাংক), মহানগর যুবলীগ নেতা বিলাল আহমদ, সৈয়দ মো. দিলওয়ার হোসেন রাসেদ (ম্যানেজিং ডিরেক্টর, অন টাইম বিডি ডেলিভারি & সার্ভিস), বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমদ, খালেদুর রহমান খালেদ, সায়েম আহমদ লিহান, মিজান, ছাব্বির, শান্ত, আনোয়ার হোসেন, মাজেদুর রহমান সাদি শাহীন আহমদ বুরহান উদ্দীন বাদশা আবু বক্কর কামরান আহমদ আল-ইমরান রামীম আহমদ রাহুল সিং প্রমুখ।
এ সময় প্রতিষ্ঠানটির সহ-পরিচালক মো. সাইফুর রাহমান ও রোকসানা বেগম বলেন- আজকে থেকে সিলেটবাসী সর্বদা আমাদেরকে পাশে পাবেন।