ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
৬টির বেশি সেলফি দিনে তোললে, আপনি ‘সেলফাইটিসের’ রোগী
![৬টির বেশি সেলফি দিনে তোললে, আপনি 'সেলফাইটিসের' রোগী](https://bdp.newsposttv.com/wp-content/uploads/2018/02/৬টির-বেশি-সেলফি-দিনে-তোললে-আপনি-সেলফাইটিসের-রোগী-300x200.jpg)
সেলফি মোবাইল ফোনে তোলা অনেকেরই প্রিয়। কিন্তু কত প্রিয় হলে তা ‘নেশা’ হিসেবে গণ্য হওয়া উচিত? গবেষকরা জানিয়েছেন, সেলফি তোলার আসক্তি সত্যি সত্যিই একটা ‘সমস্যা’। আপনি যদি দিনে ৬টির বেশি সেলফি তোলেন এবং তা সামাজিক মাধ্যমে আপলোড করার তাড়না বোধ করেন – তাহলে আপনার ‘ক্রনিক সেলফাইটিস’ হয়েছে।
বিষয়টি নিয়ে সম্প্রতি ইংল্যান্ডের নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় এবং ভারতের থিয়াগারাজার স্কুল অব ম্যানেজমেন্ট মিলে একটি জরিপ করে এমনটি জানিয়েছেন।
This Post Has 0 Comments