নিউজবিডি ডেস্ক:
অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বচ্চনের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার বদলে সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি আপলোড করে দেওয়া হয়। অ্যাকাউন্টে অমিতাভের পরিচয়ে লেখা হয়েছে, ‘অভিনেতা..অন্তত কেউ কেউ তেমনই বলে। পাকিস্তানকে ভালোবাসি।’

অমিতাভ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে ভারত বিরোধী স্লোগানও লেখা হয়। যেমন, টুইটে লেখা হয়েছে, ‘ভারত এই রমজান মাসে মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে। মহম্মদের বিরুদ্ধে অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে সকলের সমর্থন চাই।’

বিষয়টি জানার পরই ব্যবস্থা নিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের টুইটার অ্যাকাউন্টটি মুছে ফেলেন তিনি। গোটা বিষয়টি সংবাদমাধ্যমকে বিস্তারিতভাবে জানান বলিউডের বর্ষীয়ান এই অভিনেতা।

Pearl IT
shahadat.hossen154@gmail.com