ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
অ্যাপলের মতো হেলথ অ্যাপ আনছে গুগল
নিউজ ডেস্ক:
অ্যাপলের হেলথ কেয়ার অ্যাপের মতোই হেলথ কেয়ার অ্যাপ আনছে সার্চ ইঞ্জিন গুগল। এই অ্যাপের সাহায্যে আপনার সমস্ত মেডিক্যাল রেকর্ডস এক জায়গায় নিয়ে আসা যাবে
৯১ মোবাইলস ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, ইতিমধ্যে গুগল হেলথ অ্যাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
ইশান আগরওয়ালের পোস্ট করা স্ক্রিনশটে লেখা রয়েছে, ‘আপনার সব ডাক্তার ভিজিটকে একই জায়গায় একত্রিত করে চিকিৎসা সংক্রান্ত সব তথ্য দেখে নিন। আপনার সব চিকিৎসা সংক্রান্ত অ্যাকাউন্টও লিঙ্ক করুন।’
এছাড়াও, নতুন গুগল হেলথ অ্যাপের মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত তথ্য বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে শেয়ার করা যাবে। পাশাপাশিই আবার সব অ্যাকাউন্ট থেকে আপনার চিকিৎসা সংক্রান্ত নথি এক জায়গায় করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এই এপিআই তৈরি করতে পারে গুগল।
This Post Has 0 Comments