ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ইউটিউবের অভিযান ষড়যন্ত্রতত্ত্বের ভিডিও সরাতে
ভিডিও শেয়ারের সামাজিকমাধ্যম ইউটিউব ষড়যন্ত্রতত্ত্ব সংক্রান্ত ভিডিওর বিরুদ্ধে অভিযানে নেমেছে। কোনো ভিডিওর বিষয়বস্তু ষড়যন্ত্রমূলক বলে প্রমাণিত হওয়ার মতো বিস্তারিত তথ্য পেলেই তা সরিয়ে ফেলছে ইউটিউব কর্তৃপক্ষ। খবর এপির।
এক্ষেত্রে কোনো ফ্ল্যাট কিংবা স্কুলে নির্বিচারে গুলি চালানো কিংবা সহিংসতা উসকে এমন যে কোনো ভিডিওকেই টার্গেট করেছে সামাজিকমাধ্যমটি।
ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল, ফেসবুক ও টুইটারকেও ভুল তথ্যের বিস্তার, অপপ্রচার এবং ভুয়া খবরের খপ্পর থেকে বাঁচতে ব্যবস্থা নিতে হয়েছে।
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিসিকি বলেন, ষড়যন্ত্রতত্ত্বের মধ্যে পড়ে এমন যে কোনো ভিডিও আর ইউটিউবে রাখা হবে না। সেটি যদি উইকিপিডিয়ার সঙ্গে লিংক দেয়া থাকে, এর পরও তা সরানো হবে। তবে এ ব্যাপারে এর বেশি তথ্য দিতে পারছেন না বলে জানান তিনি।
This Post Has 0 Comments