নিউজ ডেস্ক:
নিজেদের ডেস্কটপ সংস্করণের জন্য ডাউনলোড বাটন আনছে ইউটিউব। আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে গোটা ফিচারটি। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা পরীক্ষামূলক ফিচার হিসেবেই পাচ্ছেন ডাউনলোড বাটন। অ্যান্ড্রয়েড পুলিশ প্রকাশিত এক প্রতিবেদন উঠে এসেছে তথ্যগুলো।

ডাউনলোড বাটনের ফিচারটি আদতে অবাক করার মতো কিছু নয়। আগে থেকেই সাবস্ক্রাইবারদেরকে মোবাইলে ভিডিও ডাউনলোডের সুবিধা দিয়ে আসছে ইউটিউব। এবার সেটিরই পরিসর বাড়ছে ডেস্কটপ পর্যন্ত।

এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ফিচারে যাদের প্রবেশাধিকার রয়েছে তারা ভিডিও’র নিচে শেয়ার অপশনের পাশে পাচ্ছেন ডাউনলোড বাটনটি। ডাউনলোডের পর অফলাইন ইউটিউব লাইব্রেরিতে যোগ হয়ে যাচ্ছে ভিডিও। ক্রোম ও সাফারি ব্রাউজারে মিলছে সুবিধাটি।

ব্যবহারকারীরা চাইলে ভিডিও ডাউনলোডের রেজুলিউশনও ঠিক করে দিতে পারছেন। ১৪৪ থেকে ১০৮০ পিক্সেল পর্যন্ত ডাউনলোড করা যাবে ভিডিও, এখনও ৪কে -এর কোনো অপশন আসেনি ফিচারটিতে। আপাতত ব্যবহারকারীর ডিভাইসে যেটুকু জায়গা রয়েছে, সেটি বাদে ফাইল আকারের ক্ষেত্রেও কোনো সীমাবদ্ধতা নেই ফিচারটিতে।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *