তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার…
একই দিনে দুইটি ফ্ল্যাগশিপ আনতে যাচ্ছে স্যামসাং
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
জনপ্রিয় ফ্ল্যাগশিপ সিরিজের নতুন ফোন গ্যালাক্সি নোট ২০ উন্মোচন করতে যাচ্ছে স্যামসাং। একই দিনে তারা গ্যালাক্সি ফোল্ড ২ বাজারে আনারও ঘোষণা দেবে।
টুইটারে স্যামসাং ইউকের অফিশিয়াল পেইজ থেকে জানানো হয়, আগামী ৫ আগস্ট গ্যালাক্সি ইভেন্টের আয়োজন করা হবে। তাদের ওয়েবসাইটে ইভেন্টটি লাইভ দেখানো হবে। সেখানেই উন্মোচন করা হবে নতুন ফোল্ডেবল ফোন।
অনলাইনে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, গ্যালাক্সি ফোল্ড ২ এ থাকবে দুটি ডিসপ্লে। বাইরের ডিসপ্লে হবে ৬.২৩ ইঞ্চির এবং ভেতরের ডিসপ্লে হবে ৭.৫৯ ইঞ্চির। প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫। এরসঙ্গে থাকবে ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ।
জনপ্রিয় নোট সিরিজের নতুন ফোন গ্যালাক্সি নোট ২০ নিয়েও ইভেন্টে হাজির হবে স্যামসাং। এতে থাকবে ৬.৯ ইঞ্চির ডিসপ্লে। এর সেলফি ক্যামেরাটি হবে ৪০ মেগাপিক্সেলের। পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপে থাকবে ১০৮, ১৩ ও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ৪৫০০ এমএএইচের ব্যাটারি সাপোর্ট করবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি।
৫ আগস্টের ইভেন্টে গ্যালাক্সি ট্যাব এস৭ ও গ্যালাক্স ট্যাব এস৭ প্লাস নামের দুটি ট্যাবলেটও উন্মোচন করতে পারে স্যামসাং।
This Post Has 0 Comments