নিউজবিডি ডেস্ক: নতুন ৫টি মডেলের ল্যাপটপ বাজারে ছেড়েছে ওয়ালটন। দেশে তৈরি এসব ল্যাপটপের ৩টি মডেল প্যাশন সিরিজের আর ২টি ট্যামারিন্ড সিরিজের। দেশের বাজারে ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড আউটলেটে ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে।

ল্যাপটপগুলোর অন্যতম ফিচার মাল্টি-ল্যাংগুয়েজ কি-বোর্ড। যাতে স্ট্যান্ডার্ড ইংরেজির পাশাপাশি রয়েছে বিল্ট-ইন বাংলা ফন্ট ও বিজয় বাংলা সফটওয়্যার। ১ টেরাবাইট হার্ডড্রাইভের সব মডেলের ল্যাপটপে ইন্টেলের অষ্টম প্রজন্মের প্রসেসর ব্যবহার করা হয়েছে। রয়েছে ১ মেগাপিক্সেল এইচডি ক্যামেরা। রয়েছে অন্যান্য ফিচার।

বিএক্স৩৮০০ মডেলের দাম ৩৭ হাজার ৯৫০ টাকা, বিএক্স৫৮০০ মডেলের দাম ৪৯ হাজার ৫০০, বিএক্স৭৮০০ মডেলের দাম ৫৮ হাজার ৫৫০, ইএক্স৫৮০০ মডেলের দাম ৫৭ হাজার ৫৫০ ও ইএক্স৭৮০০ মডেলের দাম ৬৯ হাজার ৫৫০ টাকা।

২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতারা ১২ মাসের কিস্তিতে কিনতে পারেন সব ধরনের ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার।-বিজ্ঞপ্তি

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *