ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
গুগল ক্রোমের আসন্ন আপডেটে খরচ কমবে গ্রাহকের
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস ডটকম ডটবিডি:
গ্রাহকের ডাটা খরচ কমাতে ক্রোম আরো আপডেট করার পরিকল্পনা নিয়েছে গুগল। এতে ফাইল ডাউনলোডে আরো বেশি নিয়ন্ত্রণ পাবে অ্যানড্রয়েড ব্যবহারকারীরা।
ক্রোমের আপডেট ভার্সনে দেয়া হবে ডাউনলোড শিডিউলিং অপশন।
ফলে এ ক্ষেত্রে সরাসরি ফাইল ডাউনলোড করা যাবে, আবার কারো ডাটা শেষ হয়ে গেলে তিনি ওয়াইফাই সংযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। পরবর্তী সময়ে ইন্টারনেট সংযোগ পেলেই স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে।
এমনকি আপনি অন্য কোনো অবসর সময়ের জন্য ফাইল ডাউনলোড অপশন দিয়ে রাখলেও সেই সময় ডাউনলোড হবে।
কেউ যদি এখনই এ সুবিধা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে চান তবে তিনি গুগল প্লে থেকে ক্রোম ক্যানারি ডাউনলোড করে নিতে পারেন।
This Post Has 0 Comments