নিজস্ব প্রতিবেদক:
করোনাকালীন বর্তমান সংকটে, ব্যক্তিগত সুরক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও স্বাস্থ্যবিধি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে, ট্রাক চালক ভাইদের জন্য তাদের ট্রাক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা সহ সকল ধরনের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা দরকার।

চলমান মহামারীর শুরু থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে ট্রাক চালক ভাইদের মধ্যে সচেতনতা বাড়াতে “ট্রাক লাগবে” প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে আসছে।

এই সচেতনতা আরো বৃদ্ধি করার লক্ষ্যে, ট্রাক লাগবে তাদের টপ ড্রাইভার ভাইদের জন্য আয়োজন করেছে “ফ্রি জীবাণুমুক্তকরণ সার্ভিস”।

প্রতি সপ্তাহে ট্রাক লাগবে প্ল্যাটফর্মের শীর্ষ ১০ ড্রাইভার এই সার্ভিসটি ফ্রি উপভোগ করতে পারবেন। এই আয়োজনে জীবাণুমুক্তকরণ সার্ভিস পার্টনার হিসেবে কাজ করছে sBusiness.xyz

ট্রাক লাগবে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ট্রাক বুকিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে ব্যবসায়িক বা ব্যক্তিগত কাজে পিকআপ, ট্রাক, কাভার্ড ভ্যান বা লরি ভাড়া করা যায় ।

এই ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিসিট করুন:
https://trucklagbe.com/bn-be-a-top-driver-win-free-disinfection-service/

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *