ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
টিকটক কিনে নিচ্ছে মাইক্রোসফট!
নিজস্ব প্রতিবদেক, টেক এক্সপ্রেস.কম.বিডি:
ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কিনতে পাকা কথা হয়েছে মাইক্রোসফটের। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’।
আগামী সোমবারের মধ্যে দুই সংস্থার মধ্যে আর্থিক লেনদেন সম্পন্ন হয়ে যেতে পারে।
এদিকে টিকটকের উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহের মধ্যেই টিকটকের আমেরিকা শাখা কিনতে উদ্যোগী হয়েছে বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, টিকটকের মার্কিন অপারেশনসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে মাইক্রোসফট। শুক্রবার রাতে এ নিয়ে একটি রিপোর্টও প্রকাশ করে তারা। তাতে লেখা হয়েছে, দুটি সংস্থার মধ্যে চূড়ান্ত পর্যায়ে আলোচনা চলছে।
এই আর্থিক লেনদেন কোটি কোটি ডলারের হবে বলেই ধারণা ওই সংবাদমাধ্যমটির।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে লিখেছে, ‘মাইক্রোসফট, বাইটড্যান্স এবং হোয়াইট হাউসের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, দুই সংস্থার মধ্যে এই আর্থিক লেনদেন সোমবারের মধ্যে সম্পূর্ণ হয়ে যেতে পারে।’
তবে দুই সংস্থার মধ্যে আলোচনা ফলপ্রসূ না হলে চুক্তি বাতিল হয়ে যেতে পারে বলেও জানিয়েছে ওই সংবাদমাধ্যমটি। প্রসঙ্গত, চীনা সংস্থা বাইটড্যান্সের অধীনে রয়েছে টিকটক।
This Post Has 0 Comments