ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
টুইটারের সিইও জ্যাক ডোরসি বেতন নেন নি টানা তিন বছর

টুইটারের সিইও তথা সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডোরসি ২০১৭ সালে কোনও বেতন নেন নি । এই নিয়ে টানা তিন বছর কোনও বেতন নিলেন না তিনি।
মার্কিন সিকিউরিটি ও এক্সচেঞ্জ কমিশনে লিপিবদ্ধ করা বয়ানে সংস্থার জানিয়েছে, টুইটারের জন্য দীর্ঘমেয়াদী দায়বদ্ধতা ও বিশ্বাসের দলিল হিসেবে ২০১৭ সালের সব ধরনের আর্থিক অনুদান প্রত্যাখ্যান করেছেন জ্যাক।
তবে, ডোরসির হাতে সংস্থার বিপুল পরিমাণ শেয়ার রয়েছে, চলতি বছর যার মূল্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২ এপ্রিল অনুযায়ী, ডোরসির হাতে ১.৮ কোটি শেয়ার রয়েছে, যার বর্তমান মূল্য ৫২৯ মিলিয়ন মার্কিন ডলার।
This Post Has 0 Comments