ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
টেক রিপাবলিক বাজারে আনল অ্যাপাসার চার্জিং ক্যাবল
দেশের বাজারে স্মার্টফোনের দ্রুত ও নিরাপদ চার্জিং সুবিধা নিশ্চিত করতে দুইটি অ্যাপাসার চার্জিং ক্যাবল নিয়ে এসেছে টেক রিপাবলিক লি.। এর মধ্যে ডিসি-২১০ মডেলের ইউএসবি চার্জার ক্যাবলের সাহায্যে ল্যাপটপ, ডেস্কটপ কিংবা পাওয়ার ব্যাংক থেকে সহজেই আইফোন, আইপ্যাড ও আইপড চার্জ দেয়া যায়।
এটির দাম ৯০০ টাকা। আর ডিসি-১১০ টাইপ-২ চার্জিং ক্যাবলের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেয়া যায়। এটির খুচরা মূল্য ৫০০ টাকা। এক মিটার দীর্ঘ এই চার্জিং ক্যাবেলের সঙ্গে মিলছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।
This Post Has 0 Comments