skip to Main Content
01757-856855, 01521-464854, 01752-684000 contact@pearlit.net Open 7AM - 8PM

ত্বকের যত্নে চালের পানি

নিউজ ডেস্ক:
চাল ধোয়া পানি অথবা ভাতের মাড়- যেকোনওটিই ব্যবহার করতে পারেন ত্বকের যতেœ। নিয়মিত ব্যবহারে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল ও সুন্দর হবে।

ব্যবহারের জন্য চালের পানি তৈরি করুন ৩ উপায়ে

  • আধা কাপ চাল ভালো করে ধুয়ে নিন। ৩ কাপ পানিতে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন চাল। ছেঁকে পানি আলাদা করে নিন।
  • আধা কাপ চাল ধুয়ে ১ কাপ পানিতে ফুটিয়ে নিন। মাড়টুকু সংগ্রহ করুন ব্যবহারের জন্য।
  • আধা কাপ চাল ১ কাপ পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ছেঁকে একটি মুখবন্ধ বয়ামে রেখে দিন দুইদিন। এরপর ব্যবহার করুন এই পানি।

যেভাবে ব্যবহার করবেন:

  • টোনার হিসেবে চমৎকার কাজ করে চালের পানি। চাল ভিজিয়ে রাখা পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। পরিষ্কার ও শুকনা ত্বকে স্প্রে করুন। প্রাকৃতিক বাতাসে শুকিয়ে নিন ত্বক।
  • দুই দিন রেখে দেওয়া পানি স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে পরিষ্কার ত্বকে স্প্রে করুন। ভেজা টিস্যু দিয়ে মুছে নিন ত্বক। এটি ময়েশ্চারাইজারের কাজ করবে।
  • ভাতের মাড়ে তুলা ভিজিয়ে ত্বকে চক্রাকারে ঘষুন। এটি ময়লা ও মেকআপ দূর করবে ত্বকের।
  • দুই দিন রেখে দেওয়া চালের পানিতে মোটা টিস্যু ভিজিয়ে সেটি পরিষ্কার ও শুষ্ক ত্বকে রেখে দিন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।

চালের পানি ত্বকে নিয়মিত ব্যবহার করবেন কেন?

  • বলিরেখা দূর করে টানটান ও সুন্দর করে ত্বক।
  • ত্বক উজ্জ্বল করে প্রাকৃতিকভাবে।
  • ব্রণ দূর করে ত্বকের।
  • ব্রণের দাগ ও কালচে দাগ দূর করে।
  • লোমক‚পের ভেতর থেকে ময়লা ও অতিরিক্ত তেল বের করে।
  • শুষ্ক ত্বকে প্রাণ ফেরায়।
Shahadat Hossen

Shahadat Hossen

Hello! I’m Md. Shahadat Hossen. I'm a Journalist, Web Designer, Entrepreneur, Founder at Tech Express & Pearl IT Limited. I started journalism from 2012. In the 2018, started Web Development Company Pearl IT. As a Journalist i Work Bangladeshi popular and oldest online news portal Bangladesherpatro.com. He was worked Dainik Desherpatro, The Dhaka Daily.