ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
পৃথিবীর দিকে ধেয়ে আসছে শত ফুটের গ্রহাণু!
অনলাইন ডেস্ক: প্রায় ১০০ ফুটের থেকেও বেশি লম্বা এক বিরাট গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মহাকাশ বিজ্ঞানীরাদের দাবি, বিরাট গ্রহানুটি প্রচণ্ড গতিবেগে পৃথিবীর প্রায় ১৫ হাজার মাইল দূর থেকে চলে যাবে।
নাসার বিজ্ঞানীরা বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাঁদের স্থির বিশ্বাস ওই গ্রহাণুটি কিছুতেই পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে না। সেটা আমাদের গ্রহের ১৫ হাজার মাইল বা ২৪ হাজার কিলোমিটার দূর থেকে চলে যাবে।
এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে টুজিরোথ্রি টিএক্স সিক্সএইট (203 tx68)। এই গ্রহাণুটি বিজ্ঞানীরা প্রথম দেখতে পেয়েছেন তিন বছর আগে।
This Post Has 0 Comments