world bdpঅনলাইন ডেস্ক: বিজ্ঞানীরা বলেন কী! পৃথিবী আদতে একটা নয়, দুটো গ্রহ! চমকে ওঠার মতো খবর, সন্দেহ নেই! কী ভাবে এই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন বিজ্ঞানীরা?
বিজ্ঞানীদের দাবি, সম্প্রতি অ্যাপোলোর মহাকাশ অভিযান চাঁদ নিয়ে কিছু তথ্য দিয়েছে আমাদের। আর, তার ভিত্তিতেই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
জন্মলগ্নে পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল একটা ছোট গ্রহ। তার নাম থেইয়া! থেইয়া যখন জোর সে পৃথিবীর গায়ে ধাক্কা মারে, তখন গতিবেগে দুটো গ্রহই আটকে যায় পরস্পরের গায়ে! এবং, সেই ধাক্কায় পৃথিবী থেকে একটা অংশ ভেঙে গিয়ে জন্ম দেয় চাঁদের। তার পর, যত দিন গিয়েছে, ধীরে ধীরে দুটো গ্রহ মিশে গিয়েছে পরস্পরের শরীরে।
বিজ্ঞানীরা সম্প্রতি চাঁদের অক্সিজেন আইসোটোপ পরীক্ষা করে এ বিষয়ে নিঃসন্দিগ্ধ হয়েছেন। তাঁরা জানিয়েছেন, পৃথিবীর আইসোটোপ আর চাঁদের আইসোটোপের মৌল হুবহু এক! তার থেকেই এই সিদ্ধান্তে পৌঁছিয়েছেন তাঁরা!

বিশ্বাস না হলে দেখে নিন নিচের এই ভিডিও:

https://www.youtube.com/watch?v=Fwl_JBQtH9o

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *