ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
ফেসবুক রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করছে বাংলাদেশে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বাংলাদেশে রক্তদান প্রক্রিয়া সহজ করতে একটি নতুন সেবা চালু করতে যাচ্ছে । ফেসবুকের নতুন এই সেবা চালু হবে কাল মঙ্গলবার। এতে ফেসবুকে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যাঁর রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তাঁর আশপাশে রক্তদাতা কে আছেন।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ফেসবুক সাউথ এশিয়ার স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপক হেমা বুদারাজু প্রথম আলোকে এ কথা বলেন।
এ সময় ফেসবুকের হেড অব প্রোগ্রামস রিতেশ মেহতাসহ ফেসবুকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
হেমা বুদারাজু বলেন, রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই ফেসবুক বাংলাদেশে এই সেবা চালু করছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। এর আগে গত অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান প্রক্রিয়ার সেবা চালু করেছিল। এই প্রক্রিয়ার সঙ্গে প্রায় ছয় লাখ রক্তদাতা সাইনআপ করেছেন।
হেমা বুদারাজু বলেন, বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাওয়ার বিষয়টি সহজ করবে।
This Post Has 0 Comments