ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু অক্টোবরে
নিউজবিডি ডেস্ক: চলতি বছরের ১ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশের সব টিভি চ্যানেল সম্প্রচার করা হবে। বুধবার বেসরকারি টিভি মালিকদের সংগঠন অ্যাটকো এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচারের উদ্বোধন করবেন।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সভায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুব শিগগিরই দেশের সব টিভি চ্যানেল সম্প্রচারের সিদ্ধান্তের কথা জানায় অ্যাটকো।
এছাড়াও শুধুমাত্র বিজ্ঞাপনের ওপর চাপ কমাতে সব চ্যানেলকে পে চ্যানেলে পরিণত করা ও ক্লিন ফিডসহ এ খাতের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা হয়।
This Post Has 0 Comments