ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
বন্ধ হচ্ছে গুগল প্লে মিউজিক
নিউজ ডেস্ক:
আগামীমাসে বন্ধ হচ্ছে গুগলের প্লে মিউজিক সেবা। মিউজিক কনটেন্টের ব্যাকআপ রাখার জন্য ব্যবহারকারীরা আগামী ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন।
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় আগামী সেপ্টেম্বরে গুগল প্লে মিউজিক বন্ধ হলেও বাকি বিশ্বের ব্যবহারকারীরা সময় পাবেন অক্টোবর পর্যন্ত।
ব্যাকআপের জন্য ইউটিউব মিউজিক অ্যাপে গানের ফাইল ট্রান্সফার করতে হবে।
গুগল জানিয়েছে, প্লে মিউজিকের সব ব্যবহারকারীর কাছে মেইল পাঠানো হয়েছে। কিভাবে ফাইল ট্রান্সফার করতে হবে সে বিষয়ে মেইলে নির্দেশনা দেওয়া হয়েছে।গুগল মিউজিকে ৬ কোটি গানের বিশাল ভাণ্ডার রয়েছে। ফাইল ট্রান্সফার করতে প্রথমে ইউটিউব মিউজিক অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডানদিকে থাকা প্রোফাইল পিকচারে ক্লিক করে Settings এ যেতে হবে। এরপর Transfer from Google Play Music অপশনটি বেছে নিতে হবে। ট্রান্সফার হয়ে গেলে নোটিফিকেশনে তা জানিয়ে দেবে গুগল।
গুগল প্লে মিউজিক ব্যবহারকারীরা প্লে লিস্টস, আর্টিস্টস, অ্যালবামস, গান, কেনা কনটেন্ট, রেকমেন্ডেশন ও আপলোডস বিভাগগুলো ট্রান্সফারের সুযোগ পাবেন। অ্যান্ড্রয়েড ১০ চালিত নতুন ডিভাইস কিনলে প্লে মিউজিকের বদলে ইউটিউব মিউজিক প্রি-ইনস্টলড হিসেবে পাবেন ব্যবহারকারীরা।
This Post Has 0 Comments