নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদেরকে বিনোদন ও শিক্ষার মাধ্যমে বিকশিত করার লক্ষ্য…
ভারতে পেমেন্ট সুবিধা চালু করতে যাচ্ছে ক্লাবহাউজ
নিজস্ব প্রতিবেদক:
ভারতে শিগগিরই পেমেন্ট সুবিধা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অন্যতম অডিও মাধ্যম ক্লাবহাউজ। এ সুবিধার ফলে ব্যবহারকারীরা কোনো অনুষ্ঠানের হোস্টকে বা কন্টেন্ট নির্মাতাকে অর্থ প্রদান করতে পারবেন। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে এ ফিচার চালু আছে। খবর ইটি টেলিকম।
প্রতিষ্ঠানটি জানায়, তারা ভারতের নতুন নিয়মনীতি বিশেষ করে তথ্যপ্রযুক্তির নতুন আইন মেনে চলতেই এ সিদ্ধান্ত গ্রহণ করছে।
ক্লাবহাউজের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ডেভিডসন বলেন, আমাদের যাত্রা বেশিদিন হয়নি। আমাদের বিস্তৃতি এখনো সীমিত, আমাদের কর্মীরাও পরিশ্রমী এবং সরকার নতুন যে আইন প্রণয়ন করেছে, তা বিভিন্ন অবস্থানে থাকা প্রতিষ্ঠানের ওপর কিরূপ প্রভাব ফেলবে সে সম্পর্কে আমি জানি না। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে দেশের প্রচলিত আইন ও নিয়মের ভিত্তিতে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া।
প্রথমে শুধু অ্যাপলের আইওএসের জন্য ক্লাবহাউজ অ্যাপ ছাড়া হয়েছিল। পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড ভার্সন বাজারে ছাড়ার পর শুধু ভারতেই ১০ লাখ বার ডাউনলোড করা হয়, যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। অ্যাপ গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্যানুযায়ী বিশ্বে ক্লাবহাউজ অ্যাপ ২৬ লাখ বার ডাউনলোড করা হয়েছে।
This Post Has 0 Comments