নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং তাদেরকে বিনোদন ও শিক্ষার মাধ্যমে বিকশিত করার লক্ষ্য…
মশা নিধনে ‘মসকুইটো রিপিলেন্ট’ অ্যাপ!
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
শীতের সময় মশার প্রকোপ একটু কম থাকলেও গ্রীষ্ম ও বর্ষার সময় মশার উৎপাতে মানুষ অতিষ্ট হয়ে পড়ে।
অনেকেই ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন। তাই মশার উৎপাত থেকে রক্ষা পেতে তৈরি করা হয়েছে অ্যাপ। এম ট্রাকার নামের এক গবেষক বিশেষ ধরনের এই অ্যাপ তৈরি করেছেন। এর নাম দেয়া হয়েছে ‘মসকুইটো রিপিলেন্ট’।
ট্রাকার বলেছেন, এই অ্যাপটি এত বেশি পরিমাণে শব্দ সৃষ্টি করবে যা শুনে মশা পালাবে। মশার এই শব্দ শোনার জন্যে শারীরিক সক্ষমতা নেই।
এটি কুকুরের ডাকের চেয়ে জোরে শব্দ করবে। তবে এতে মানুষের কোনও ধরনের ক্ষতি হবে না। অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করা যাবে।
This Post Has 0 Comments