ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
মহাকাশে ‘জিনিয়া’ ফুল ফোটাল বিজ্ঞানীরা
অনলাইন ডেস্ক: মহাকাশে কৃত্রিম পরিবেশে প্রথমবারের মতো ফুল ফোটেতে সক্ষম হয়েছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশের বৈরি পরিবেশে উদ্ভিদের বেড়ে ওঠার সক্ষমতা পরীক্ষার অংশ হিসেবে এই ফুল ফুটিয়েছেন বিজ্ঞানীরা।
তবে এই ফুল ফোটানোর বিষয়টি খুব সহজ ছিল না। পৃথিবীতে বিরূপ পরিবেশেও টিকে থাকতে পারে জিনিয়া ফুল। আর এই গুণের কারণেই মহাকাশে ফোটা প্রথম ফুল হওয়ার কৃতিত্ব লাভ করল জিনিয়া। গত ১৬ জানুয়ারি প্রথম একটি কুঁড়ি ফুলে পরিণত হয় সেখানে।
তবে মহাকাশে জন্মানো সবগুলো চারা থেকে ফুল ফোটাতে পারেননি বিজ্ঞানীরা। গবেষণার প্রয়োজনে জীবিত ও মৃত সবগুলো জিনিয়া গাছই পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। ২০১৮ সাল নাগাদ আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ‘বীজ’ পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার।
This Post Has 0 Comments