তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বুধবার রাতে দেখা যাবে আংশিক চন্দ্রগ্রহণ। প্রায় তিন ঘণ্টা ধরে চন্দ্রগ্রহণ লেগে থাকবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ৩টা ৪২ মিনিট ১২ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ৬টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড বিএসটিতে শেষ হবে। ওই দিন ৩টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড বিএসটিতে সর্বোচ্চ গ্রহণ হবে।

গ্রহণটির সর্বোচ্চ মাত্রা হবে ০.৬৫৮। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। গ্রহণটি ভারত মহাসাগরে মরিশাসের পূর্ব দিক হতে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে সেন্ট হেলেনা অ্যাসেনশিওন ও ত্রিস্তান দ্যা কুনহা দক্ষিণ-পশ্চিম দিক পর্যন্ত দেখা যাবে।

নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে এসে পড়লে পৃথিবীর ছায়া চাঁদের গায়ে এসে পড়ে। এর ফলে চন্দ্রগ্রহণ হয়ে থাকে। এদিন আংশিক চন্দ্রগ্রহণ হবে। চাঁদের ৬৫% পৃথিবীর ছায়ার মধ্যে পড়বে। তবে এর পরে চন্দ্রগ্রহণ আবার দেখা যাবে ২০২১-এর ২৬ মে। তাই আকাশ দেখতে যারা ভালোবাসেন, এদিন চন্দ্রগ্রহণ দেখার সুযোগ হাতছাড়া করবেন না।

Pearl IT
shahadat.hossen154@gmail.com