টেক এক্সপ্রেস ডটকম ডটবিডি ডেস্ক:
শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২১। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ, বিজ্ঞানী, নকশাবিদ, চিত্রশিল্পী, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। বাংলাদেশে প্রতিযোগিতাটির আয়োজন করছে বেসিস। বার্ষিক এ প্রতিযোগিতাটি এ বছর বিশ্বের ২৫১টি শহরে আয়োজিত হচ্ছে।

এর মধ্যে বাংলাদেশের ৯টি শহর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে ভার্চুয়ালি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতায় বেসিসকে সহযোগিতা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেসিস জানিয়েছে, এবার ৫০ লাখ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত করার পাশাপাশি এক লাখ শিক্ষার্থীকে অনলাইনে প্রতিযোগিতায় যুক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বিগত বছরগুলোয় বাংলাদেশের সাফল্যের প্রসঙ্গ তুলে বলেন, “আমি আশাবাদী এ বছরও আমাদের ছেলে-মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের মুখ উজ্জ্বল করবে।” বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন জানান তারা “ছাত্রছাত্রীদের জন্য নতুন নতুন সুযোগ তৈরিতে” কাজ করছেন। “বেসিস নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের মতো আরও যেসব কর্মসূচি হাতে নেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বেসিসকে সবধরনের সহযোগিতা দেবে।” বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান বলেন, “আমি, বিশেষ করে, আমাদের মেয়েদেরকে এই প্রতিযোগিতায় আরও বেশি করে অংশগ্রহণের জন্য আহ্বান জানাব।”

“আমাদের দেশের মেয়েরা সব ক্ষেত্রে ভালো করছে। মহাকাশ গবেষণায়ও আমাদের মেয়েরা নেতৃত্ব দেবে। নাসার নির্দেশনায় প্রত্যেক গ্রুপে মেয়েদের অন্তর্ভুক্তি টিমের জন্য অতিরিক্ত পয়েন্ট যোগ করবে।” নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেন, “অংশগ্রহণকারীদের নিয়ে বেশ কয়েকটি ভার্চুয়াল বুটক্যাম্প করা হবে। আমরা আশা করছি আমাদের দলগুলো এবারো ভালো করবে।”

আগ্রহীরা http://bsf.basis.org.bd/NASA-Registration-Form ওয়েব পেইজে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ১৫ অগাস্টের মধ্যে। আগামী ২ থেকে ৩ অক্টোবর ২০২১ তারিখে বিশ্বব্যাপী এই প্রতিযোগিতা ভার্চুয়ালি ২৫১ টি শহরে অনুষ্ঠিত হবে।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *