ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সাতক্ষীরা সদরে পাওয়ার টিলার চালিত সিডার দ্বারা ফালি চাষ পদ্ধতিতে ভুট্টা উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস
নিজস্ব প্রতিবেদকঃ মাঠ পর্যায়ের চাষাবাদের সকল ক্ষেত্রে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগ, ফলাফল পর্যালোচনা ও প্রসারের লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাশেমপুর গ্রামে পাওয়ার টিলার চালিত সিডার দ্বারা ফালি চাষ পদ্ধতিতে ভুট্টা উৎপাদনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কৃষকদের চাষাবাদের ব্যায় সাশ্রয় করা ও উৎপাদন বৃদ্ধি এবং আন্যান্য কারিগরী দিকসমুহ আলোচনা করা হয়। গতকাল বৃহস্পতিবার কাশিমপুর মাঠে সিমিট যশোর হাবের এগ্রিকালচার ডেভলপমেন্ট অফিসার মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপ পরিচালক কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন। আরো বক্তব্য দেন সিমিট যশোর হাব কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম, আইডিই বাংলাদেশের বিজনেজ ডেভলপমেন্ট অফিসার সুভাষ কিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা শহিদুল আলম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমানে কৃষি শ্রমিকের সংকট ও কৃষকদের উৎপাদন খরচ কমানোর জন্য কৃষি যান্ত্রিকীকরনের কোন বিকল্প নেই। কৃষি জমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে সংরক্ষনশীল কৃষি প্রর্বতন সময়ের দাবী। তিনি আরো বলেন যে, নতুন প্রযুক্তি ফালি চাষের সফলতার গুরুত্ব এলাকার বাইরে অন্যান্য কৃষকের মাঝে সম্প্রসারন করা এবং সিসা-এম আই প্রকল্প সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি যান্ত্রিকিকরন এবং সংরক্ষনশীল কৃষি বাস্তবায়ন করা ও কৃষক সচেতনতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি যান্ত্রিকিকরনের লক্ষ্যে ইউএসএইড এর অর্থায়নে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এবং আইডি ও জাগরনী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সিসা-এমআই প্রকল্প উক্ত মাঠ দিবসের মাধ্যমে উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে কৃষকগনের মাঝে পাওয়ার টিলার চালিত সিডার ব্যবহার করে ফালি চাষ পদ্ধতিতে ভুট্টা উৎপাদনের জন্য উপস্থিত কৃষকদের উদ্ভুদ্ধ করে।
জে-থার্টিন/বিপি
This Post Has 0 Comments