ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
সিঙ্গাপুরে ৩ হাজার জনকে প্রশিক্ষণ দেবে গুগল
নিজস্ব প্রতিবেদক, টেক এক্সপ্রেস:
করোনাভাইরাসের কারণে চাকরির বাজার বদল হচ্ছে খুব দ্রুত। বিভিন্ন দেশে তাই দক্ষতার ভিত্তিতে যেন লোকজন কাজ পায় তাই সিঙ্গাপুরের ৩০০০ লোককে প্রশিক্ষণ দেবে গুগল।
প্রোগ্রামটির নাম দিয়েছে গুগল ‘স্কিলস ইগনিশন এসজি’।মধ্যম মানের চাকরিপ্রার্থীদের জন্য ছয় মাসের একটি বৃত্তিমূলক কোর্স, তাদের ডিজিটাল বিপণন এবং ক্লাউড প্রযুক্তির দক্ষতা শেখানোর জন্য এবং তাদের বিশ্বব্যাপী স্বীকৃত পেশাদার হিসেবে গড়ে তোলার সুযোগ দিতে এটি আউটলাইন করেছে গুগল।আরেকটি তিন মাসের।
যেখানে অংশগ্রহণকারীরা নিয়োগকারী কর্তৃক নিয়োগ পাওয়ার আগে তিন মাসের এই অনলাইন প্রশিক্ষণ দেবে প্রতিষ্ঠানটি।
মার্কিন প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গাপুর দিয়ে শুরু করলেও পর্যায়ক্রমে তারা বিভিন্ন দেশে এই প্রশিক্ষণ অব্যাহত রাখবে।গত কয়েকমাসে গুগল শুধু এমন প্রশিক্ষণ দিতে ৭ লাখ ৬০ হাজার ডলার ব্যয় করেছে ।
This Post Has 0 Comments