নিউজ ডেস্ক:
স্পেনের উত্তর আরাগন অঞ্চলে ডাটা সেন্টার স্থাপনের জন্য ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। ২০২২ সালের মাঝামাঝি এসব ডাটা সেন্টারের কার্যক্রম শুরু হবে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। সম্প্রতি এ বিষয়ে নিজেদের একটি ওয়েবসাইটে বিবৃতি দেয় অ্যামাজন। খবর রয়টার্স।

আগামী ১০ বছরে অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং সার্ভিস ইউনিট, অ্যামাজন ওয়েব সার্ভিসেস এ বিনিয়োগ করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিনিয়োগে মূলধন ব্যয়, ডাটা সেন্টারগুলোর নির্মাণকাজ, ডাটা সেন্টারের যন্ত্রাংশ আমদানি ও অপারেটিং খরচ এবং ১ হাজার ৩০০ কর্মচারীর বেতন ব্যয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

২০১২ সাল থেকেই স্পেনে ওয়েব সার্ভিস দিয়ে আসছে অ্যামাজন। দেশটির গ্রাহকদের চাহিদা অনুযায়ী আরো ভালো ডাটা সার্ভিস প্রদানেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। স্পেন ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ২০২২ সালের প্রথম দিকে ডাটা সেন্টার স্থাপনের সিদ্ধান্তও নিয়েছে অ্যামাজন।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *