ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
স্মার্টফোনের কন্ট্যাক্ট নম্বর সেভ করা যাবে স্মার্টওয়াচে
ভারতীয় বাজারে এলো ওয়্যারেবল ব্র্যান্ড নয়েজের নতুন স্মার্টওয়াচ। নয়েজ কালারফিট লুপ নামের স্মার্টওয়াচটিতে রয়েছে ২০০- এর বেশি কাস্টম ওয়াচফেস। ব্লুটুথ কলিং ছাড়াও অসংখ্যা স্বাস্থ্য, স্পোর্টস ফিচারে ঠাসা স্মার্টওয়াচটি।
স্মার্টওয়াচটিতে দেওয়া হয়েছে ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্জ। ঘড়িটিতে ২.৫ডি কার্ভড গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে। দীর্ঘ সময় যেন টেকসই হতে পারে সেজন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে ইউনিবডি বিল্ড।
কলিংয়ের জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে একটি ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ঘড়িটিতে খুব সহজে পেয়ার ও ব্যবহারের জন্য রয়েছে সিঙ্গেল-চিপ ব্লুটুথ ভি৫.৩। এছাড়াও আছে নয়েজ বাজ প্রযুক্তি, যা ডায়াল প্যাড থেকেই কল করার সুবিধা দিতে পারে ব্যবহারকারীদের। পাশাপাশি ঘড়িটি রিসেন্ট কল লগ অ্যাক্সেস করতে পারে এবং অন্তত ১০টি কন্ট্যাক্টও সেভ করে রাখতে পারে।
সংস্থার দাবি, একবার চার্জে টানা ৭ দিনের ব্যাটারি লাইফ দিতে পারে এটি। অনবোর্ড হেলথ ফিচার্সের দিক থেকে রয়েছে SPO2 লেভেল, হার্ট রেট, স্লিপিং ও ব্রিজিং প্যাটার্ন, স্ট্রেস মেজারমেন্ট এবং ফিমেল হেলথ ইন্ডিকেটর, যা নারীদের ঋতুচক্র ট্র্যাকিংয়ে সাহায্য করে। এছাড়াও ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্সের জন্য ঘড়িটিতে IP68 সার্টিফায়েড।
নতুন নয়েজ কালারফিট লুপ স্মার্টওয়াচটি ভারতে পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ৪৯৯ টাকায়। জেট ব্ল্যাক, অলিভ গ্রিন, মিডনাইট ব্লু, মিস্ট গ্রে, ডিপ ওয়াইন এবং রোজ পিঙ্ক-এই ছয়টি রঙে বেছে নেওয়া যাবে ঘড়িটি। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে স্মার্টওয়াচটি কেনা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
This Post Has 0 Comments