নিউজ ডেস্ক:
২০১৯ সালে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের লোকসান হয়েছে ৮৫০ কোটি মার্কিন ডলার।

প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত বছরের শেষ মাসে মোট ক্ষতি হয়েছে ১১০ কোটি ডলার।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মুনাফা করতে পারেনি উবার। বিপরীতে প্রতি প্রান্তিক এবং প্রতি বছরে বড় অঙ্কের ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটি।

যদিও এ ক্ষতি বিনিয়োগেরই অংশ হিসেবে দাবি করেন উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা দারা খোশরোশাহী। তিনি জানান, ক্ষতির যুগ শেষ হয়েছে। ২০২০ সালেই উবার মুনাফা করতে পারবে বলে জানান তিনি।

Pearl IT
shahadat.hossen154@gmail.com