ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
২০৩০ সালে নাসা মঙ্গলে মানুষ পাঠাবে!
আমেরিকার গবেষণা কেন্দ্র যেভাবে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তাতে ২০২৭ সালের মধ্যেই পৃথিবীর উপগ্রহ চাঁদের চারপাশে ‘ডিপ-স্পেস গেটওয়ে’ তৈরি করতে নাবিকদল পাঠাবে নাসা। জানা যায়, মিশন চন্দ্রাভিযান সম্পূর্ণ হলেই মঙ্গলে মানুষ পাঠাবে ‘ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’। মিশনে সাফল্য এলেই মঙ্গলযাত্রার দিকে পা বাড়াবে নাসা, মঙ্গলে অভিযান হতে পারে ২০৩০ সালেই।
আমেরিকান স্পেস এজেন্সি চাঁদের চারপাশে ‘ডিপ-স্পেস গেটওয়ে’ তৈরির কথা ভাবছে, যার মাধ্যমে পরবর্তীতে ‘লাল গ্রহ’ মঙ্গলে মানুষ পাঠানোর মিশনে খুব সহজেই অগ্রসর হতে পারবে ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন’, এমনই দাবি নাসার গবেষকদের। আর এটা সম্ভব হলে ২০৩০ সাল গোটা বিশ্বের কাছেই স্মরণীয় হয়ে থাকবে, কারণ নাসার মঙ্গলযাত্রার মিশনে এটাই প্রথমবার হবে কোনও মানুষ মঙ্গলের মাটিতে পা রাখার গৌরবান্বিত ইতিহাস রচনা করবে। সূত্র: ইন্টারনেট।
This Post Has 0 Comments