Sun20150910193703

অনলাইন ডেস্ক: মাত্র এক বছরের মাথায় ফের ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। তবে বাংলাদেশ ও ভারতে দেখা যাবে আংশিক। ৯ মার্চ সকাল ৬টা ২৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণগ্রহণ এবং স্থায়ী হবে ৯টা ৩৮ মিনিট পর্যন্ত। এরপর আরও কিছুক্ষণ দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ।
আংশিক গ্রহণ শেষ হবে ১০টা ৪৫ মিনিটে। বাংলাদেশ ও ভারতের বেশির ভাগ জায়গাতেই আংশিক গ্রহণ শুরু হবে সূর্যোদয়ের আগে। সর্বপ্রথম আংশিক গ্রহণের সাক্ষী হবে উত্তর-পূর্ব ভারত। এরপর ধীরে ধীরে সরতে থাকবে। গ্রহণের সবচে’ বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে। কলকাতায় দেখা যাবে ১৮.৫ শতাংশ। পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে এক বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে ২০১৭ সালের ২১ আগস্ট।

Pearl IT
shahadat.hossen154@gmail.com

Would you like to share your thoughts?

Your email address will not be published. Required fields are marked *