মঙ্গল গ্রহে বসবাসের অনুশীলন পৃথিবীর বুকে
মঙ্গল গ্রহে বসবাসের অনুশীলনে একদল অভিযাত্রী জনমানবশূন্য পরিবেশে এক বছর কাটিয়ে ফিরে এসেছেন। ছয় জনের এই দলটি হাওয়াই দ্বীপে বিশেষভাবে তৈরি এক গবেষণাগারে ২৯শে অগাষ্ট, ২০১৫ থেকে বসবাস করতে থাকেন। এই পুরো একটি বছর তারা মুক্ত বাতাস, তাজা খাবার এবং…