সৌরমণ্ডলে হঠাৎ জলের ফোয়ারা!
বৃহস্পতির উপগ্রহ ইউরোপা। অনলাইন ডেস্ক: সৌরমণ্ডলের অন্যান্য গ্রহ এবং উপগ্রহগুলিতে প্রাণ আছে কি নেই, সেই সন্ধান চলছে বহুযুগ ধরে। ২০১২ সালে বৃহস্পতির উপগ্রহ ইউরোপার গায়ে জলীয় বাষ্পের উপস্থিতি ধরা পড়ে হাবল টেলিস্কোপের চোখে। তার পর থেকেই সৌরমণ্ডলের এই উপগ্রহটি নিয়ে…