ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
দক্ষিণ এশিয়ার বন্যার্তদের সহায়তায় গুগলের ১০ লাখ ডলার
বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যার্তদের সহায়তায় ১০ লাখ মার্কিন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া ও ভারতের ভাইস প্রেসিডেন্ট রাজন আনন্দান একটি ব্লগপোস্টে বলেছেন, গুগুল ডট অআরজি ও গুগল কর্মচারীদের পক্ষ থেকে আমরা গুঞ্জ ও সেভ দ্য চিলড্রেনের ত্রাণ তৎপরতায় ১০ লাখ ডলার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, ভারত ও নেপালের বন্যার্তদের সহায়তায় কাজ করছে, তাদের লক্ষ্য ১ লাখ ৬০ হাজার মানুষকে সহায়তা করা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য, অস্থায়ী আশ্রয়ে সহায়ক উপাদান, পরিচ্ছন্নতার সামগ্রী ও পানি সরবরাহ করবে সংস্থাটি। বন্যা পরিস্থিতিতে সবচেয়ে ঝুকিপূর্ণ অবস্থায় থাকে শিশুরা। সেভ দ্য চিলড্রেন কাজ করছে যেন শিশুরা এই পরিস্থিতিতে খেলা ও পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত না হয়। এদিকে ভারতীয় এনজিও গুঞ্জ ভারতের ৯টি প্রদেশের ক্ষতিগ্রস্ত ৭৫ হাজার মানুষকে সহায়তা করার লক্ষ্য স্থির করেছে। তার ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য, চাদর, কম্বল ও পরিচ্ছন্নতার সামগ্রীর মত মৌলিক চাহিদার পণ্যগুলো সরবরাহ করবে।
এদিকে বাংলাদেশ, ভারত ও নেপালের জন্য গুগলের ক্রাইসিস রেসপন্স টিম ‘এওএস’ অ্যালার্ট সেবা চালু করেছে। এনডিটিভি।
This Post Has 0 Comments