ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
রংপুরে অনুষ্ঠিত হলো চতুর্থ প্রজন্ম মোবাইল ব্যাংকিং এজেন্ট ট্রেনিং
আমিরুল ইসলাম,রংপুর: রংপুরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেঘনা ব্যাংক চতুর্থ প্রজন্ম মোবাইল ব্যাংকিং Tap’n Pay এজেন্ট ট্রেনিং। রোববার পুলিশ কমিউনিটি মিলনায়তনে দিনব্যাপী এই এজেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হয়। এতে মেঘনা ব্যাংকের চতুর্থ প্রজন্মের মোবাইল ব্যাংকিং সম্পর্কে ধারণা দেন ঞধঢ়’হ চধু আরএসএম শওকত পারভেজ শাওন, এএসএস মাহমুদ আল আইয়ুবী।
এসময় উপস্থিত ছিলেন পাটনার ডিস্ট্রিবিউটর ছামিউল্লাহ বাবু ও “রুপম ট্রেডার্স” স্বত্ত্বাধিকারি ডিস্ট্রিবিউটর রিয়াদুল ইসলাম রুপম ও মামুন মিয়া। অনুষ্ঠানে রংপুর সদর, কাউনিয়া ও পীরগাছা উপজেলা থেকে রুপম ট্রেডার্স এর এজেন্টগণ অংশ নেন।
এরআগে গত ১০ সেপ্টেম্বর রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মেঘনা ব্যাংক চতুর্থ প্রজন্ম মোবাইল ব্যাংকিং Tap’n Pay এর উদ্বোধনী কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, মেঘনা ব্যাংক এর চেয়ারম্যান এইচ,এম আশিকুর রহমান (এমপি), মেঘনা ব্যাংক এর এস্পন্সার ডাইরেক্টর রাশেক রহমান প্রমুখ।
This Post Has 0 Comments