ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
গুগল বন্ধ করতে যাচ্ছে লিঙ্ক ছোট করার সেবা
গুগল ইউআরএল শর্টেনার ওয়েবসাইটের ঠিকানা ছোট ও সহজ করে শেয়ার করার তুমুল জনপ্রিয় একটি সেবা। আর এই ইউআরএল শর্টেনার সেবাটি বন্ধ করতে যাচ্ছে গুগল।
গুগলের এক ঘোষণায় বলা হয়েছে, আগামী বছরের ৩০ মার্চ থেকে সেবাটি বন্ধ করা হবে। জনপ্রিয় সেবা বন্ধ করা সবসময়ই ঝক্কির, তাই ব্যবহারকারীদের তারা এক বছর আগেই জানিয়ে দিচ্ছে।
গুগলের দাবি, ব্যবহারকারীরা আজকাল আর ওয়েবসাইটে নয়, কনটেন্টকে আইওএস, অ্যান্ড্রয়েড অথবা ওয়েব অ্যাপের মাধ্যমে দেখেন। ওয়েবসাইটগুলো আর আগের মত পেইজে বিভক্ত নয়, বরং প্রতিটি সাইটই ব্রাউজারে চলা একেকটি অ্যাপের মত। তাই সাইটের ঠিকানা ছোট করার চেয়ে তারা ফায়ারবেইস ডাইনামিক লিঙ্কসের মাধ্যমে কনটেন্টের ঠিকানা সবার কাছে পৌঁছে দেয়াকেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছে।
ফায়ারবেইস ডাইনামিক লিঙ্কে ক্লিক করলে সাইটে নয়, বরং সেটি দেখার অ্যাপ বা ব্রাউজারের মাধ্যমে কনটেন্টের ওয়েব অ্যাপে নিয়ে যাওয়া হবে।
তার মানে এই নয় যে, গুগলের মাধ্যমে ছোট করা লিঙ্কগুলো আর কাজ করবে না। সেবা বন্ধ হয়ে গেলেও লিঙ্কগুলো আগের মতোই কাজ করবে বলে জানিয়েছে গুগল।
This Post Has 0 Comments