টেক এক্সপ্রেস ডেস্ক: বুদ্ধিবৃত্তিক অনেক রকম কাজ করতে পারলেও কম্পিউটারের কোনো মানবিক গুণাবলি নেই। এজন্য…
ডেলের নতুন এই ক্রোমবুকটির চার্জ থাকবে ২১ ঘণ্টা!
নিউজ ডেস্ক:
ল্যাটিটিউড ৭৪১০ ক্রোমবুক এন্টারপ্রাইজ (Latitude 5400 Chromebook Enterprise) নামের নতুন ক্রোমবুক লঞ্চ করেছে ডেল। এই ক্রোমবুকটি ২১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারবে বলে দাবি মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানের। -এর এক্সপ্রেস চার্জ ফিচারের মাধ্যমে কেবল ২০ মিনিটে ক্রোমবুকটি ৩৫ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে। আবার ১ ঘণ্টায় চার্জ হবে ৮০ শতাংশ।
জানা যায়, এই মডেলের লো ব্লু লাইট টেকনোলজির সাথে ফোরকে প্যানেল দেওয়া হয়েছে। এর চারপাশেই সরু বর্ডার আছে। আবার এতে দেওয়া হয়েছে নয়েস রিডাকশন ফিচার। ল্যাপটপটির দাম শুরু হয়েছে ১২৯৯ ডলার থেকে।
এই ক্রোমবুকে এলটিই মোবাইল ব্রডব্যান্ড, দশম জেনারেশন ইন্টেল কোর আই৭ প্রসেসর আছে। এছাড়াও ইন্টেল ওয়াই-ফাই ৬ সাপোর্ট দেওয়া হয়েছে। এতে পাবেন অপশনাল বিল্ট ইন প্রাইভেসি প্যানেল এবং ক্যামেরা প্রাইভেসি শাটার।
এটি অ্যালুমিনিয়াম বা কার্বন ফাইবার, দুটি বিকল্পে কিনতে পারবেন। এই ল্যাপটপটি এথেন ইনোভেশন প্রোগ্রাম প্রজেক্টে প্রজেক্টে ইন্টেলের সাথে মিলে ডেল বানিয়েছে।
This Post Has 0 Comments