নিউজ ডেস্ক:
করোনা প্রতিষেধক নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির তথ্য চুরির চেষ্টা করেছে হ্যাকাররা। বিদেশী কোন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা এমনটি করেছে বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন( এফবিআই)। বৃহস্পতিবার এফবিআই’র পক্ষ থেকে এমনটি দাবি করা হয়।

এ বিষয়ে এফবিআই’র উপ-সহকারী পরিচালক তনয়া ইউগোরেতজ বলেন, আমরা কিছু প্রতিষ্ঠানে যারা করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে কাজ করছে তাদের কাছ থেকে কিছু তথ্য চুরি করার প্রচেষ্টা এবং কিছু অনুপ্রবেশ দেখেছি।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করোনার প্রতিষেধকের গবেষণায় হ্যাকাররা হামলা চালিয়েছে বলেও এফবিআই’র পক্ষ থেকে দাবি করা হয়। তবে স্পষ্টভাবে কোন দেশের নাম বলা হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক বিল এভানিয়া বলেন , এখনই উপযুক্ত সময় আপনারা যে গবেষণা করছেন সেগুলোকে রক্ষা করুন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৭২ হাজার ৮৭৫ জন। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

Pearl IT
shahadat.hossen154@gmail.com