ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে আপত্তিকর কমেন্টকারীদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে প্রতিষ্ঠানটি। কুরুচিকর মন্তব্য করলেই সতর্কবার্তা…
বিশ্বব্যাপী ফেসবুক-ইন্সটাগ্রাম-হোয়াটস অ্যাপে সমস্যা
অনলাইন ডেস্ক:
প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বব্যাপী জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটস অ্যাপ বন্ধ হয়ে গেছে। ইউরোপ, এশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের কিছু এলাকায় ফেসবুকসহ এসব মাধ্যম ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন গ্রাহকেরা। রোববার (১৪ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, বাংলাদেশ সময় রোববার দুপুরের দিকে এশিয়ার দেশ মালয়েশিয়া, ইউরোপের কয়েকটি দেশের ব্যবহারকারী এবং যুক্তরাষ্ট্রের একটি অংশের ব্যবহারকারীরাও ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। অনেকে টুইটারে এ নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট দিতে শুরু করলে বিষটি জানাজানি হয়।
বিকেলে পাঁচটার পর থেকে এ সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানাচ্ছেন বাংলাদেশের ব্যবহারকারীরাও।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণেই ফেসবুক ও হোয়াটস অ্যাপ এবং ইন্সটাগ্রাম বন্ধ হয়ে গেছে। তবে ফেসবুকের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়া হয়নি।